ads

শনিবার , ১১ মে ২০১৯ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভালো নেই ঝিনাইগাতীর ডেফলাই বেদে পল্লীর বাসিন্দারা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০১৯ ৯:১৪ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ভালো নেই ডেফলাই বেদে পল্লীর বাসীন্দারা। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামে বেদে সম্প্রদায়ের লোকদের বসবাস। এদের আদিবাস কুমিল্লা, সুনামগঞ্জ, নোয়াখালি ও সাভারসহ দেশের বিভিন্ন স্থানে।
জানা যায়, ২০১০ সালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে বসতি স্থাপন করে বসবাস শুরু করেন। অভাব-অনটন দুঃখ আর দূর্দশাই এ সম্প্রদায়ের লোকদের নিত্যসঙ্গী। অনেকেই বয়স্ক ও বিধবা ভাতার কার্ড পাওয়ার উপযোগি থাকলেও পায়নি কোনো কার্ড। এ গ্রামে ছোট-বড় নারী-পুরুষসহ ৫শতাধিক পরিবারের প্রায় ২ হাজার লোকের বসবাস। এ বেদে পল্লীর বাসীন্দারা নানা সমস্যায় জর্জরিত। তাদের আদি পেশা না পারছেন ধরে রাখতে না পারছেন ছাড়তে। এ পেশায় এখন এ বেলা খেলে আর এক বেলা খাবার জোটে না। শিশু কিশোরীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ সম্প্রদায়ের অনেকের জায়গা-জমি ও মাথা গুঁজার ঠাই নেই। কারো জমি থাকলেও আর্থিক সংকটের কারণে ঘর নির্মাণ করতে পারেনি। কাগজের তৈরী তাবু টানিয়ে তারা বসবাস করে থাকে। এ পল্লীতে সরকারীভাবে একটি নলকূপ দেয়া হলেও তা অকেজো হয়ে পড়ে আছে। ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি তীব্র সংকট। এ বেদে পল্লীর মাঝখান দিয়ে বয়ে গেছে ব্যাঙখালী ঝোড়া। ফলে গ্রামটি দু’ভাগে বিভক্ত হয়ে পরেছে। এ বেদে পল্লীতে নেই বিদ্যুৎ ব্যবস্থা। ফলে ভুতুড়ে পুরিতে পরিনত হয় বেদে পল্লী। বেড়ে যায় বখাটেদের উৎপাত।
এ বেদে পল্লীর বাসীন্দা মোঃ রুবেল মিয়া, নুরু মিয়া ও নুর মোহাম্মদসহ গ্রাম বাসীরা জানান, গত ২ বছর পূর্বে বিদ্যুৎ সংযোগ পেতে ৫০ হাজার টাকা দেয়া হয় বিদ্যুৎ বিভাগকে। কিন্তু আজও বিদ্যুৎ সংযোগ পায়নি বেদে পল্লীর বাসীন্দারা। ২টি বিদ্যুৎ খুঁটি নিয়ে ফেলে রাখা হয়েছে বেদে পল্লীর সামনে। বেদে পল্লী থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। একটি রাস্তা নির্মাণের জন্য বেদে পল্লীর বাসিন্দাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে বহুবার আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি বলে জানান রুবেল মিয়া।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, বেদে পল্লীর সমস্যা সমাধানের প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, যাদের ঘর নেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার নিকট প্রেরণ করা হলে তিনি ব্যবস্থা নেবেন।

error: কপি হবে না!