বিনোদন ডেস্ক || কয়েক দিন আগে দীর্ঘ দিনের প্রেমিকা মধুরিমার সঙ্গে ৭ পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি। শোবিজ অঙ্গনের অন্যদের মতো অভিনেতা অঙ্কুশও শুভেচ্ছা জানান। তিনি জানান, খুব শীঘ্রই তিনিও বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

অনির্বাণকে অভিনন্দন জানিয়ে অঙ্কুশ এক টুইটে লিখেছেন—তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলবো। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।
জানা গেছে, অঙ্কুশ দীর্ঘ ৯ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। তাদের বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। এবার নিজেই বিয়ের বিষয় সামনে নিয়ে এলেন অঙ্কুশ।
তবে কবে নাগাদ বিয়ে করছেন ওই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানাননি অঙ্কুশ। কিন্তু শোনা যাচ্ছে, ২ পরিবার আলোচনা করে দিন-ক্ষণ চূড়ান্ত করে আগামী বছরের শুরুতে বিয়ের পর্ব শেষ করবেন তিনি।
উল্লেখ্য,অঙ্কুশ অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো হলো- কি করে তকে বলবো, কেল্লাফতে, ইডিয়ট, কানামাছি, খিলাড়ি, জামাই ৪২০, কেলোর কীর্তি ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।