শিক্ষক সমাজ
মোঃ রাবিউল ইসলাম
.……………………………………………………………….
মহান পেশায় নিয়জিত দেশের শিক্ষক সমাজ
সম্মান দিতে হচ্ছে পালন শিক্ষক দিবস আজ।
পড়িয়েছেন মোদের যারা বহু কষ্ট করে
শ্রদ্ধা-ভক্তি অটুট থাকুক সেই গুণীদের তরে।
জন্ম দিলেন পিতামাতা শিক্ষক করলেন জ্ঞানী
তাঁদের ন্যায়ের পথটি ধরে সত্য-মিথ্যা জানি।
প্রাচীন কালে শিক্ষক সমাজ খুবই যে মান পেতো
পরামর্শ নিতে সবাই তাঁদের গৃহেই যেতো।
ছোটো-বড় জ্ঞানী-গুণী করতো সবাই মান্য
না থাকলেও তাঁর অঢেল সম্পদ কিংবা ঘরে ধান্য।
শিক্ষকেরাও জ্ঞান বিলাতেন মহান হৃদয় দিয়ে
ভাবতেন না কেউ কভু তাঁরা অর্থ-সম্পদ নিয়ে।
প্রাচীন যুগের সেসব কথা সবই এখন বাসী
সবকিছুতেই ভিন্ন পাচ্ছি নতুন যুগে আসি।
মান-মর্যাদা যাচ্ছে কমে শিক্ষকতা পেশায়
বেশিরভাগই ব্যস্ত শুধু টাকা ধরার নেশায়।
সরকারি আর বেসরকারি বৈষম্য হয় বেতন
যুগের পরে যুগ কেটে যায় হয় না যে কেউ চেতন।
বিদ্যাহীনে শিক্ষকদেরকে করে চলে শাসন
সুযোগ পেলেই শুরু করেন উল্টাপাল্টা ভাষণ!
কেউবা আবার শিক্ষক হয়েও করেন ঘৃণ্য কর্ম
যাদের জন্য যায় যে ডুবে শিক্ষক জাতির ধর্ম।
শিক্ষাক্ষেত্রে বন্ধ করতে এমন অবস্থা
যুগের দাবি জাতীয়করণ শিক্ষাব্যবস্থা।
মুজিব বর্ষ যুগে যুগে করে রাখতে স্মরণ
সব প্রতিষ্ঠান হয়ে যাক আজ জাতীয়করণ।
মহান আল্লাহ্ রহমত করুন প্রধানমন্ত্রীর মনে
সরকারি হোক শিক্ষক সমাজ এই চলতি সনে।