মাটির মানুষ আধার
বাউল জুলহাস উদ্দিন

………………………………………………
শেরপুরের মাটিতে জন্ম তোমার
রফিকুল ইসলাম আধার।
মনটা উদাস
তবু তুমি প্রেমেই বাহার।
অর্থের নাই কোন লোভ
অনেক ভালবাসা ভরা ওই বুক।
হৃদয় উদার যার প্রেমের অকুল
নরম স্বভাব মধুর বানী তার।
মানুষের দুঃখ দেখিলে
যার হৃদয় বেকুল থাকে,
মানুষের জন্য সে
গভীব চিন্তা করে।
মানুষের প্রতি যার
এতো ভালবাস রয়,
তার ধারায় মিলবে কিছু
বাউল কবির মনে কয়।