স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২০-এ ২০০ মিটার স্প্রিন্টে (কিশোর) প্রথম ও ১০০ মিটার স্প্রিন্টে (কিশোর) তৃতীয় স্থান অধিকার করেছে শেরপুরের নাঈম ইসলাম। নাঈম শহরের খরমপুরস্থ ডাঃ সেকান্দর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, নাঈম ইসলাম শেরপুর জেলা ক্রীড়া সংস্থার হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে স্বর্ণপদক লাভ করে। সে গত ফেব্রয়ারিতে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এ ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে (পুরুষ) প্রথমস্থান অধিকার করে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ এর পুরস্কার অর্জন করে। তার সাফল্যে ডাঃ সেকান্দর আলী কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে।