ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে ওই এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
ওই সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসীম উদ্দীন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, চালক না থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি গত ৪ বছর যাবৎ বন্ধ ছিল। সরকারি এ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছিল এ উপজেলার রোগীরা। এ নিয়ে সম্প্রতি শ্যামলবাংলা২৪ডটকম-এ ‘ ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নেই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশ হওয়ার পর স্বাস্থ্য বিভাগ এ্যাম্বুলেন্সটি পুনরায় উদ্বোধন করে চালু করেন।