‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভব, আল্লাহপাক তাকে নেক হায়াত দান করুন’
স্টাফ রিপোর্টার ॥ ‘মসজিদ-মাদ্রাসার খেদমতদারদের নিয়ে এর আগে এভাবে কোন রাষ্ট্রপ্রধান ভাবেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভব বলেই আমাদের কথা স্মরণ করেছেন। এ জন্য আমরা খুব খুশি। আল্লাহপাক তাকে নেক হায়াত দান করুন। তিনি যেন এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন, তার জন্য আমরা দোয়া করি-’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়ে এমন কথা বলেন, শহরের এসআর মসজিদের ইমাম হাফেজ মাওলানা হযরত আলী। তার মতো উৎফুল্ল অন্যান্য মসজিদের ইমাম-মোয়াজ্জিন, খাদেমরাও। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে দারুণ খুশি শেরপুরে মসজিদের ইমাম-মোয়াজ্জিন, খাদেমরা। এ ঈদ উপহার পেয়ে তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সুস্থ্যতা, দীর্ঘায়ূ কামনা ও মানুষের কল্যাণে আরও অধিক কাজ করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন।
২২ মে শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদরের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার তালিকাভুক্ত ১ হাজার ৩টি মসজিদের প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো নগদ ৫০ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক মসজিদগুলোর ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের হাতে ওই উপহারের টাকা তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাবিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণের আগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাংলাদেশের মানুষের নিরাপদ জীবন-যাপন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।