নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নন্নী দক্ষিণ বাজার মাস্টার প্লাজার দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণাধীন উপবন কম্পিউটার এজেন্টের ব্যবস্থাপনায় ওই এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোন প্রধান বসির আহমেদ।

নালিতাবাড়ী ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ জহুরুল হক, আব্দুল্লাহ আল মাহমুদ, ব্যবসায়ী খালিদ হোসেন সরকার, তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নালিতাবাড়ী ইসলামী ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম। এ অনুষ্ঠানে কর্মকর্তারা ভবন মালিকের পক্ষে ফজলুল করিম অপুর কাছে অফিসের চুক্তিপত্র দলিল হস্তান্তর করেন। নন্নী বাজার এজেন্ট ব্যাংকের অফিস ইনচার্জ মাহফুজুর রহমান রাকিবের তত্ত্বাবধানে ওই শাখা পরিচালিত হবে বলে কর্মকর্তারা জানান।