নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘কোভিড-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার সকালে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নালিতাবাড়ী শাখার উদ্যোগে র্যালি, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বারমারী খ্রিষ্টধর্মপল্লীর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান। আদিবাসী সংগঠন ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিঞ্জার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেভারেন্ট ফাদার তরুন বানোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন অনন্যা সাংমা, মি. জন মাংসাং ও সুদীপ্ত ঢালু প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে নালিতাবাড়ী উপজেলার অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কর্মহীন হয়ে অতিকষ্টে তাদের সংসার পরিচালনা করছেন। তাই তারা আদিবাসীদের প্রতি সরকারের বিশেষ নজর দেয়ার দাবি জানান।