রাষ্ট্রীয় মর্যাদায় স্ত্রীর কবরের পাশে সমাহিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ অসংখ্য মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (৬৭)। ৬ জুলাই সোমবার বিকেলে শহরের আড়াইআনী বাজারস্থ নিজ বাসা অঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় চকপাড়া পৌর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ওইসময় আশেপাশের এলাকায় আত্মীয়-স্বজন আর দলীয় নেতা-কর্মীসহ অনেক মানুষের সমাগম দেখা যায়।

এদিকে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর গত ২৪ জুন সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তাকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর প্লাজমা থেরাপি দিয়ে তার চিকিৎসা চলছিল। কিন্তু ৫ জুলাই রবিবার রাত ১১টার দিকে তিনি বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান।