নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে নদীগর্ভে বিলীনের সম্মুখীন হয়ে পড়েছে নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এতে অনিশ্চিত হয়ে পড়েছে এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পাঠদান। কয়েক বছর ধরে চলমান ওই অবস্থায় বিদ্যালয়টি রক্ষায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর তরফ থেকে নেওয়া হয়নি কোন উদ্যোগ।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির মাঠের অধিকাংশ জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। বিদ্যালয় ভবনটিও যে কোন মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোপূর্বে বিদ্যালয়ের পাশের একটি পাকা মসজিদ ও পাকা কবরস্থানসহ বেশ কয়েকটি বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। নদের পাড় ভাঙন অব্যাহত থাকায় দক্ষিণ নারায়ণখোলা গ্রামের শতাধিক পরিবার ঝুঁকির মুখে আতঙ্ক নিয়ে দিন পার করছেন। এলাকাবাসীর অভিযোগ, এ প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরানো বা বিদ্যালয় ভবনটি রক্ষার্থে নদের পার ভাঙন রোধে কর্তৃপক্ষের তরফ থেকে কোন তৎপরতাই দেখা যাচ্ছে না।
নদীভাঙনে বিদ্যালয়টির সমস্যা প্রসঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক জুয়েল বলেন, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে নদ থেকে প্রায় ১২/১৩ ফুট দূরে ভবনটির অবস্থান দেখতে পেয়েছেন- যা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ভাঙনকবলিত বিদ্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।