ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১ জুলাই বুধবার রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তাঁর সংক্রমণ শনাক্ত হয়। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রাণেশ চন্দ্র পণ্ডিত ওই তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে তারাকান্দা ইউএনও জান্নাতুল ফেরদৌস, তারাকান্দা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাক্তার বিধান চন্দ্র সরকার ও ইউএনওর গাড়িচালক কামাল হোসেনসহ ৩ জনের করোনা পজিটিভ আসে।
তারাকান্দা ইউএনও জান্নাতুল ফেরদৌস গত ২৭ মে তারাকান্দা উপজেলায় যোগদানের পর থেকেই করোনা সম্মুখযোদ্ধা হিসাবে পরিচিত। তারাকান্দা করোনা রোগীদের খোঁজখবর ও তাদের পরিবারকে সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসিত হন তিনি। আক্রান্ত হওয়া রোগীদের মনোবল ঠিক রাখতে সব সময় উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছিলেন। একটি সূত্র জানায়, নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। তাঁর শরীরে কোনো উপসর্গ নেই।