ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিতির সভা অনুষ্ঠিত
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ হলরুমের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নুরুল আমিন দুলা, নুরুল ইসলাম তোতা, আইয়ুব আলী ফর্সা, জহুরুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।