শ্যামলবাংলা ডেস্ক : নিজের অফিসে বিদেশি মদ রাখার অভিযোগের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে জামিন দিয়েছেন আদালত। ২০ নভেম্বর বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় ওই জামিন মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআর শাখার পুলিশের সহকারী উপপরিদর্শক তোফাজ্জল হোসেন তথ্য জানিয়ে বলেন, ‘এই মামলায় আসিফ জামিনে না থাকায় আজকে আদালতে এসে জামিন নিয়েছেন। ’
গত বছরের ৫ জুন দিবাগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তার অফিস কক্ষে ৪ বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। পরে লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় আসিফের বিরুদ্ধে চলতি বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।
মামলায় পলাতক দেখানো এ শিল্পীর বিরুদ্ধে গত ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল হোসেন।