জামালপুর প্রতিনিধি : যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি আরও বেড়ে ২৮ জুন রবিবার বিকেলে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে ইসলামপুরের বেলগাছা, কুলকান্দি, সাপধরী; দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ, পৌরসভা; বকশীগঞ্জের সাধুরপাড়া, মেরুরচর; সরিষাবাড়ীর পিংনা, পোগলদীঘা, আওনা, কামারাবাদকামারাবাদ ও সাতপোয়া ইউনিয়নের নিন্মাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সব মিলিয়ে ৪ উপজেলার অন্তত ২০টি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতি বছর এ অঞ্চলের মানুষ বন্যার দুর্যোগ মোকাবেলা করে আসলেও করোনার কারণে কর্মহীন থাকায় নিম্ন আয়ের মানুষদের সামনে চরম সংকট দেখা দিয়েছে।
সড়কে পানি উঠায় ইসলামপুর-উলিয়া-মাহমুদপুর সড়ক ও গুঠাইল-জারুলতলা-মলমগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার পাট, কলা ও সবজিসহ বিভিন্ন ফসল।