শ্যামলবাংলা ডেস্ক : আর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হতে চান না মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সেটা জানিয়েও দিয়েছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপেও দলকে নেতৃত্ব দেননি। তবে মুশফিক বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বঙ্গবন্ধু টি-২০ কাপে নেতৃত্ব দিচ্ছেন বেক্সিমকো ঢাকাকে। তবে কি মুশফিক আবার নেতৃত্বে ফেরার চিন্তা করছেন! এমন প্রশ্নে মুশফিকের এবারও উত্তর, ‘না’। বরং তিনি চান বিসিবি যেন তরুণদের নেতৃত্বে আসার সুযোগ করে দেয়। প্রেসিডেন্টস কাপে যেমন নাজমুল শান্তকে সেই সুযোগটা করে দিয়েছিলেন মুশফিক।
সোমবার মুশফিকুর রহিম বলেছেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সামনে সম্ভাবনা আছে বলে মনে হয় না। বোর্ড মনে করছে, বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। তাদের যদি দায়িত্ব দেওয়া হয়, ভবিষ্যতে তারা নেতৃত্বে অনেক ভালো করবে। জাতীয় এবং ঘরোয়া ক্রিকেটের অঙ্গনে নেতৃত্ব দেওয়ার মতো অনেকেই আছে। এছাড়া আগে থেকেই আমার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে নেই।’

বঙ্গবন্ধু কাপে দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘আমি মনে করি, যত তরুণদের সুযোগ দেওয়া হবে। তারা ততো ভালো করবে। এই টুর্নামেন্টে (বঙ্গবন্ধু টি-২০ কাপ) আমাদের ফ্র্যাঞ্চাইজি মনে করছে, দলটা চালানোর জন্য আমি সেরা লোক। সেজন্য তারা আমাকে নেতৃত্ব ভার দিয়েছেন।’
এর আগে প্রেসিডেন্টস কাপে মুশফিক নেতৃত্ব না দেওয়ার বিষয়ে বিসিবি জানিয়েছে, বোর্ডকে মুশফিক জানায় যে, তিনি নেতৃত্ব ভার নিতে প্রস্তুত নয়। সেজন্য বিসিবি তামিম একাদশ, মাহমুদুল্লাহ একাদশ এবং নাজমুল শান্ত একাদশে নামে প্রেসিডেন্টস কাপ আয়োজন করে।
মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। দিনের প্রথম ম্যাচে মুশফিকের ঢাকার মুখোমুখি হবে তরুণ নাজমুল শান্তর দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে তামিমের ফরচুন বরিশাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের জেমকন খুলনা মুখোমুখি হবে। নিষেধাজ্ঞা পরবর্তী ওই ম্যাচ দিয়েই খুলনার জার্সিতে মাঠে নামবেন সাকিব আল হাসান।