পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে
আমাদের সীমান্তবর্তী জেলা,
এই জেলাতে সবাই ঘুরতে আসে
দেখতে পাহাড়ে মেঘের খেলা।

শাল-গজারী আর নানা বৃক্ষের সাজে
সেজেছে অপরূপ সাজে,
আদিবাসীরাও ব্যস্ত থাকে
সেবা দিতে পর্যটকদের কাজে।
নানা ঐতিহ্যে পরিপূর্ণ
আমাদের এই জেলা
পাহাড়ে দাড়িয়ে আলতো ছোঁয়া যায়
সাদা মেঘের ভেলা।
উনিশ’শ চুরাশি সালে
জন্ম এই জেলার
থানা কিংবা গ্রাম নয় এটা
জেনে রাখা প্রয়োজন সবার।
দেড়শ বছরের পুরোনো পৌরসভা
এই জেলাতেই আছে,
রংমহল, শীষমহল নাট মন্দির
তারই একটু কাছে।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান
গারো আদিবাসীদের আবাস
সাম্প্রদায়িক সম্প্রীতিতে
সকলে করছে বসবাস।