অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : পল্লী বিদ্যুৎ অফিসে যেকোন ধরণের আবেদন করতে নির্ধারিত ফরম পাওয়া ও জমা দেয়ার জন্য অযথা কালক্ষেপণের আর দরকার নেই। এখন থেকে অনলাইনে যেকোন আবেদন করা যাবে। এছাড়া আগামী ৩০ এপ্রিলের পর থেকে আর কোন ধরণের হাতে লেখা আবেদন গ্রহণ করা হবেনা। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম সুদাস চন্দ্র রক্ষিত জানান, সমিতির ওয়েব সাইটের অনলাইনে আবেদন লিংকের মাধ্যমে আবেদন করা ও প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যাবে। পল্লী বিদ্যুৎ অফিসের ওয়েব সাইট হচ্ছে- www.barisalpbs2.org এ নির্ধারিত ফরমের প্রতিটি কলাম পূরণ শেষে আবেদনকারীকে এককপি প্রিন্ট আউট নিতে হবে। আবেদন যথাযথ হলে মোবাইলে কনফারমেশন ম্যাসেজ দেয়া হবে। এরপর আবেদনের প্রিন্ট আউটসহ আবেদন ফি সংশ্লিস্ট জোনাল, সাব-জোনাল ও সদর দপ্তরে জমা দিতে হবে। এজন্য কোন দালাল বা ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ না করার জন্য ডিজিএম অনুরোধ জানান।