আন্তর্জাতিক ডেস্ক || ‘অবিসংবাদিত কবিকণ্ঠের’ জন্য সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইজ গ্লাক। ৮ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন কবি লুইজ গ্লাককে নোবেলের জন্য নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

নোবেল কমিটি গ্লাককে এবারের পুরস্কার দেওয়ার কারণ হিসেবে বিবৃতিতে বলেছে, গ্লাকের ‘অবিসংবাদিত কবিকণ্ঠ যেটি নিরাভরণ সৌন্দর্যের সাথে ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন করে তোলে।’
১৯৬৮ সালে ‘ফার্স্টবর্ন’ কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্য জগতে উদয় হন লুইজ গ্লাক। এরপর দ্রুত তিনি আমেরিকান সমকালীন সাহিত্যজগতে শীর্ষস্থানীয় কবিদের মধ্যে আসন করে নেন।
১৯৪৩ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া গ্লাক বাস করছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে। লেখালেখির পাশাপাশি তিনি ইয়ালি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন। ১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন গ্লাক।
গ্লাকের এ পর্যন্ত ১২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি কাব্যগ্রন্থেই নির্মলতার জন্য সংগ্রামের চিত্র উঠে এসেছে।
১৯০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৫ জন নারী সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবার গ্লাককে নিয়ে এ সংখ্যা ১৬ হলো।