ads

রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শহীদ মিনারে আওয়ামী লীগের দু’গ্রুপের হাতাহাতি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৬, ২০১৭ ৪:৫০ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের সময় মাইকে কথা বলা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ওই ঘটনা ঘটে। ওই সময় ঘটনার বেগতিক দেখে সংসদ সদস্য একেএম ফজলুল হক চান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
জানা যায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় এমপি সমর্থিত লোকাল বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদ মিনার আলোকসজ্জা করা হয়। ভোর ৬টার দিকে পুষ্পার্পণের আগে মাইকে লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা এজেড রুমান মাইকে উপস্থিতিদের নাম ঘোষণা করার সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের এমপি একেএম ফজলুল হক চানের সমর্থকদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরীর সমর্থকদের হাতাহাতি হয়। কেউ বা ফুলের তোড়া দিয়ে ঢিল ছুড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি সাাল দিতে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতদের হিমশিম খেতে হয়। ওই সময় এমপি একেএম ফজলুল হক চান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ওই ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

error: কপি হবে না!