ads

সোমবার , ১৭ আগস্ট ২০১৫ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবাধে নিধন করা হচ্ছে দেশি জাতের মা ও রেনু মাছ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০১৫ ৮:২৩ অপরাহ্ণ

Sreebordi   Pic-17-08-2015শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মৎস্য আইনকে উপো করে শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন বিল ও জলাশয় থেকে অবাধে নিধন করা হচ্ছে মা ও রেনু মাছ। এতে দেখা দিয়েছে দেশীয় প্রজাতির মৎস্য সংকট। এক শ্রেণির অসাধু জেলে নিষিদ্ধ মাছ ধরার ফাঁদ কারেন্ট জাল, কাঁথা জাল, শুলশুলি জাল ও বিলে বাঁধ দিয়ে অবাধে মাছ নিধন করছে। এতে মাছের মৌসুমেও এ অঞ্চলে দেখা দিয়েছে মৎস্য সংকট। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছের অভাবে মানুষের শরীরে দেখা দিবে আমিষের অভাবসহ নানা ধরনের অসুখ। এ অঞ্চলে মৎস্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বেপরোয়াভাবে নিধন করা হচ্ছে মা ও রেনু মাছসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।
উপজেলার মিরকি, বয়সা, নুকাই, খলসাকুরি, শৈলটুকরি, চুকচুকি, সিংহজানি, বোচাদহ, টেকানি, কালিদহ সাগরসহ বিভিন্ন বিল ও জলাশয়ে এক শ্রেণির অসাধু জেলে ও বিলপারের সাধারন মানুষ কারেন্ট জাল, কাঁথা জাল, শুলশুলি জাল, বিলে বাঁধ ও চাই ব্যবহার করে বেআইনী পন্থা অবলম্বন করে প্রতিনিয়ত মাছ নিধন করছে। এতে করে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ এ অঞ্চল থেকে বিলীন হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক বলেন, জনবলের অভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি না।

error: কপি হবে না!