ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম গণধন্য নিউজপোর্টাল ॥ তালাত মাহমুদ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০১৯ ১:৩০ অপরাহ্ণ

অনলাইন নিউজপোর্টাল ‘শ্যামলবাংলা২৪ডটকম’ সফলতার সাথে ষষ্ঠ বর্ষ পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করছে- এটি একটি আশাজাগানিয়া আনন্দ সংবাদ। ২০১৩ খ্রিস্টাব্দের ৩১ জুলাই নিউজপোর্টালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক (বর্তমানে অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই যাত্রার শুভ সূচনা করেন। বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান এবং তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার) মহিবুল ইসলাম খান।
শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক কবি, সাংবাদিক ও আইনজীবী রফিকুল ইসলাম আধার একগুচ্ছ প্রতিশ্রুতিশীল কলমসৈনিকদের নিয়ে নিউজপোর্টালটির পরিবেশনা অব্যাহত রাখার চ্যালেঞ্জ ঘোষণা করেন। এর উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন সোলাইমান খাঁন মজনু। প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক ছিলেন কবি, সাংবাদিক ও শিক্ষক শাহ আলম বাবুল। ২০১৫ খ্রিস্টাব্দের ১১ ফেব্রুয়ারি তিনি অকাল প্রয়াত হলে মোহাম্মদ জুবায়ের রহমান নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি নিউজপোর্টালটির প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ফারহানা পারভীন মুন্নী ও আলমগীর কিবরিয়া কামরুল এবং বার্তা সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন মোঃ ফরিদুজ্জামান।
সম্পাদকীয় নীতি-আদর্শে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ শ্যামলবাংলা২৪ডটকম’র আদর্শিক শ্লোগান ‘মা মাটি মানুষের কথা বলে’। জাতীয় ও স্থানীয় উন্নয়ন, সমস্যা-সম্ভাবনাসহ সরকার এবং নানা পর্যায়ের ইতিবাচক কর্মকা- তুলে ধরতে আপেক্ষিক গুরুত্বের আস্থায় অবিচল শ্যামলবাংলা২৪ডটকম।
‘শ্যামলবাংলা২৪ডটকম’ নামটি জানান দেয় তার বিস্তার বা ব্যাপ্তি এবং পরিধি সুধী ও সংবেদনশীল সচেতন পাঠক মহলের কতটা প্রসার লাভ করতে পারে। মাটি ও মানুষের কথা বলতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ্যামলবাংলা২৪ডটকম’র শুভযাত্রার শুরু থেকে প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও কলামিস্টদের মূল্যবান রচনাসম্ভারে সমৃদ্ধ হয়ে চারিদিকে এর জ্যোতি ছড়াচ্ছে। শুরু থেকেই নিউজপোর্টালটির লক্ষ্যণীয় ব্যতিক্রম হচ্ছে অধিকাংশ পোর্টালের মত সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় শূন্য না রাখা। প্রায় প্রতিনিয়ত সম্পাদকীয়র পাশাপাশি সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধারের সমকালীন নিবন্ধ পাঠককে মুগ্ধ করে। এছাড়া মাঝে-মধ্যে ড. গোলাম রহমান রতন, মনজুুরুল আহসান বুলবুল, প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ও তালাত মাহমুদের মতো সু-লেখক-সাংবাদিকদের পাশাপাশি এমএ হাকাম হীরা, ড. আবদুল আলীম তালুকদার, হাকিম বাবুল ও নির্বাহী সম্পাদক জুবায়ের রহমানের সমকালীন প্রসঙ্গ শ্যামলবাংলার বৈচিত্র্যের জানান দেয়। এখন যোগ হয়েছে সাহিত্যাঙ্গন। এতেও অন্যান্যদের পাশাপাশি লিখছেন কবি আরিফ হাসান, হাফিজুর রহমান লাভলু, মোহাম্মদ রবিউল ইসলাম টুকু, রাবিউল ইসলাম, মোস্তাফিজুল হক, মইনুল হোসেন প্লাবনসহ তরুণরা। এছাড়া একদল তরুণ সংবাদকর্মী নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন। আন্তর্জাতিক সংবাদসহ জাতীয় ও স্থানীয় উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা, সরকার এবং নানা পর্যায়ের ইতিবাচক কর্মকা- প্রতিনিয়ত তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কৃষি, শিল্প, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি, দুর্নীতি ও অনিয়মের সংবাদ এবং সামাজিক অবক্ষয়ের চিত্রও বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করা হচ্ছে।
অনলাইন এ নিউজপোর্টালটির সম্পাদক একজন সুসংগঠক, শিক্ষানুরাগী, আর্তমানবতার সেবক, রাজনীতিক ও আইনজীবী হওয়ায় শত ব্যস্ততার মাঝেও তা নিয়মিত চালিয়ে যাওয়াটাই এক বিস্ময়কর ব্যাপার। এজন্য তাঁকে সাধুবাদ জানিয়ে আর খাটো করতে চাইনা। অনলাইন সংবাদপত্রে ‘নিউজ পোর্টাল’ শব্দ দু’টির ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। -সবকটা জানালা খুলে দাও না/ওরা আসবে চুপি চুপি/যারা এই দেশটাকে ভালোবেসে/দিয়ে গেছে প্রাণ…../ কবি ও গীতিকার নজরুল ইসলাম বাবুর মনোলোকের শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ভাবাবেগের উদয় হয়েছিল, কল্পনার বেড়াজাল ভেদ করে দৃষ্টির পর্দায় যেন দৃশ্যমান হয়, সেই দেশপ্রেমিক অগণিত শহীদের পূনরাবির্ভাব চিত্র। কবির কল্পনায় যে বার্তা রয়েছে তার বাস্তব রূপ পরিগ্রহ করতেই তো বিজ্ঞানের এগিয়ে চলা। মহাজাগতিক অজানা রহস্য থেকেই ভূ-গর্ভের অভাবিত পূর্ব নানান অস্থিমজ্জার আবিস্কার আমাদের আন্দোলিত করে, আমোদিত করে। জীব ও জগতের কল্যাণে বিজ্ঞানের নব নব আবিস্কার আমাদের চিন্তাশক্তিকে আরও শাণিত করেছে; কল্পনার জগতকে প্রসারিত করেছে। কবি ও বিজ্ঞানীর কাছে মানবকূল, জীবকূল ও জগতকূল ঋণের ভারে নত। সত্য সুন্দর ও কল্যাণের জন্য, নিয়মানুবর্তিতার মাধ্যমে আরাধনার জন্য স্তুতি করে যান কবি। আর বাস্তবতার রূপ পরিগ্রহ করেন বিজ্ঞানী। বিজ্ঞানী নিউটন তাঁর শেষ জীবনে বলেছিলেন, ‘জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে কেবল ধুলোবালি নিয়ে নাড়াচাড়া করেছি; অনন্ত সমুদ্রের কিছুই দেখা হয়নি’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘খোদার আরশ আসন ছেদিয়া/উঠিয়াছি আমি চিরবিস্ময়-বিশ্বহিমাদ্রির’।
পরিশেষে শ্যামলবাংলা২৪ডটকম’র যাত্রা অব্যাহত থাকুক, সম্পাদক-প্রকাশক, নির্বাহী সম্পাদক, সকল কবি ও লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা এবং শুভাকাঙ্খী মহলকে অভিনন্দন জানাই। কারণ এসব কুশীলববৃন্দই এ ধরনের একটি নিউজপোর্টালের প্রাণশক্তি। শ্যামলবাংলা২৪ডটকম’র শতায়ু হোক এই কামনা করি।
লেখক : কবি, সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট এবং সভাপতি, কবিসংঘ বাংলাদেশ।

error: কপি হবে না!