ads

বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সরকারি কলেজের অধ্যাপক একেএম জাকারিয়া হোসেন আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক একেএম জাকারিয়া হোসেন (৫৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় চিকিৎসাধীন থাকাবস্থায় ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তিনি ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ৬ ফেব্রুয়ারী তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মস্তিষ্কে ২ দফা অস্ত্রোপচার করা হয়। ১৪ ফেব্রুয়ারী দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেই অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই একনজর দেখতে ল্যাব এইড হাসপাতালে ছুটে যান জাতীয় সংদের হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় তিনি মরহুমের শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর শেরপুরে শোকের ছায়া নেমে আসে। বিকেল ৪টায় কলেজমাঠে প্রথম ও বিকেল ৫টায় সদর উপজেলার চকসাহাব্দী গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।

error: কপি হবে না!