ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০১৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

Sisu_Forum-Picস্টাফ রিপোর্টার : ‘১৮ বছরের আগে বিয়ে নয়’-এ শ্লোগানে শেরপুরে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার শহরের নিউমার্কেট হোটেল আলিশান হলরুমে দিনব্যাপী এ বার্ষিক সমাবেশে শিশুর শিক্ষা, বেড়ে ওঠা, বিকাশ, সুরক্ষা, বাল্য বিবাহ, শিশুর সুরক্ষা, শিশু পাচার এবং জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। ওযার্ল্ডভিশন শেরপুর এডিপি’র স্পন্সরশীপ প্রকল্প এ শিশু সমাবেশের আয়োজন করে।
বিকেলে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন শিক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুজিত বানোয়ারী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সামসুন্নাহার কামাল, শেরপুর প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা। অন্যান্যের মধ্যে নবকলি পুষ্টি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা সিন্ধু কুমার রায়, শিশু সংগঠক সাংবাদিক হাকিম বাবুল, প্রধান শিক্ষক মলয় মোহন বল, সাংবাদিক আসাদুজ্জামান মোরাদ প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে শেরপুর সদর উপজেলার পৌরসভা ও ৫ টি ইউনিয়নের ৩২টি শিশু ফেরামের ১২ জন করে মোট ৩৮৪ জন সদস্য সহ চার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। সমাবেশ শেষে শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ওয়ার্ল্ডভিশনের শিক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুজিত বানোয়ারী জানান, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। দেশে বর্তমানে বাল্যবিয়ের হার ৬৬%। বাল্য বিয়ের ফলে ১৮ বছরের আগেই ১০% শিশু প্রথম সন্তানের মা হয়। এজন্যই বাল্যবিয়ে বন্ধ করতে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যৌথভাবে ওয়ার্ল্ডভিশন সারাদেশে প্রচারাভিযান কার্যক্রম বাস্তবায়ন করছে। শিশু ফোরাম গঠনের লক্ষ্য হলো শিশু-কিশোরদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তোলা। শিশু ফোরামের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সহায়ক পালন করছে। সারাদেশে এমন ৪০ হাজার শিশু-কিশোর বাল্য বিয়ে বন্ধে কাজ করছে।

error: কপি হবে না!