ads

সোমবার , ২৮ আগস্ট ২০১৭ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নজরুলের ৪১তম প্রয়াণবার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০১৭ ২:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ২৭ আগস্ট রবিবার সন্ধ্যায় শহরের নাগপাড়াস্থ ‘আনন্দধাম’ এ আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। ওইসময় তিনি বলেন, নজরুল সৃষ্টির আলোয় ধারণ করেছিলেন প্রেম ও মানবতাকে। কবিতার ছন্দে কিংবা গানের সুরে মিলিয়ে দিয়েছিলেন বিভেদের সীমারেখা। অন্যায় কিংবা শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে বিদ্রোহী কবির কলম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল কিংবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে ধরা দিয়েছে তার সৃষ্টি সমগ্র। এভাবেই দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি হিসেবে ঠাই করে নেন বাংলা সাহিত্য ও শিল্পের অনুরাগীদের মননে। তাইতো সংকট কিংবা দুঃসময়ে আজও তিনি বাঙালির আলোর দিশারী।
শেরপুর নজরুল চর্চা কেন্দ্রের আহবায়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুলের জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন জেলা খেলাঘর সভাপতি, বিশিষ্ট সংগঠক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া শিবু, বিশিষ্ট কলামিস্ট কবি তালাত মাহমুদ, নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে নজরুলের কবিতা পাঠে অংশ নেন কমল চক্রবর্তী, সন্ধ্যা রায় প্রমুখ। নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দীপুসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা করুনা দাস কারুয়া।

error: কপি হবে না!