ads

বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০১৬ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাসিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, চলছে গণনা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৬ ৬:১৫ অপরাহ্ণ

nasikশ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা শেষে ফল ঘোষণা করা হবে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলে ভোট। উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে ঘিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের ভোটাররা। তারা জানান, সকাল থেকেই সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিতি থাকায় তারা সন্তুষ্ট।
এদিকে, সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘খুব সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জে ভোটগ্রহণ চলছে। আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এতো সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখেনি।’
অন্যদিকে, ভোটকেন্দ্রের নিরাপত্তায় সন্তুোষ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোন খারাপ খবর পাইনি। ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণ যে রায় দেবে তা মেনে নেব।’
এদিকে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বুধবার রাত পর্যন্ত নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক আছে।’ একইভাবে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে। আমি নিজেও ছয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। প্রতিটি কেন্দ্রের পরিবেশই সুন্দর ও সুষ্ঠু।’
পৌরসভা থেকে ২০১১ সালের ৫ মে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করা নারায়ণগঞ্জ সিটির ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। তাদের ভোটে নির্বাচিত হবেন একজন মেয়রসহ ২৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। মেয়র পদে সাতজন, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন ও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২০১১ সালের ৩০ অক্টোবর এই সিটির প্রথম নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পান এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট। অন্যদিকে ৭৮ হাজার ৭০৫ ভোট পেয়ে তার নিকটতম অবস্থানে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম শামীম ওসমান। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকার ভোটের মাত্র ৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি পান ৭ হাজার ৫০০ ভোট।

error: কপি হবে না!