ads

মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ফেনীকে হারিয়ে সিলেট ভেন্যু চ্যাম্পিয়ন হলো শেরপুর

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে শেরপুর জেলা দল ফেনী জেলা দলকে ৬ রানে হারিয়ে সিলেট ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘিœত ম্যাচে ওই জয়লাভ করায় শেরপুর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার-২ থেকে টায়ার-১ পর্যায়ে উন্নীত হয়েছে।
বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলাটি ২০ ওভারে নেমে আসে। টস জিতে শেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে ১৮ দশমিক ৫ ওভারে ১০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফেনী জেলা দল ২০ ওভারে ৯ ইউকেটে ১০০ রান তুললে শেরপুর ৬ রানের জয় পায়। তিন খেলার দুটিতে জয় ও একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে শেরপুর ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেরপুর জেলা দল জয়লাভ করায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, সহ-সভাপতি পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত শেরপুর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর : শেরপুর জেলা-১গ৬/১০, ১৮.৫ ওভার (আরহাম নাজিম ৩১, অনিক নিনাদ ১৯ অতি: ১৯, হৃদয় ৩/১৭, হুমায়ুন ৩/১৭)। ফেনী জেলা-১০০/৯, ২০ ওভার (রিফাত ২৬, ইমরান ২১, অতি: ৪, মাহমুদুল হক রাকিব ৩/১২, শরন ২/৬)।
ফলাফল : শেরপুর জেলা ৬ রানে জয়ী।

error: কপি হবে না!