ads

মঙ্গলবার , ২৬ জুন ২০১৮ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমেরিকার নিষেধাজ্ঞার ধকল কাটানোর ক্ষমতার রয়েছে: ইরান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, তার সরকার আমেরিকার নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে। অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানি জনগণকে নতিস্বীকারে বাধ্য করা যাবে না বলে তিনি সতর্ক করে দেন।
প্রেসিডেন্ট রুহানি মঙ্গলবার তেহরানে এক সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান অত্যন্ত বিচক্ষণ পদক্ষেপ নেয়ার কারণে আমেরিকা চড়া মূল্য দিয়ে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে তিনি এসব কথা বলেন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজেই চড়া মূল্য দিয়েছে।
তিনি আরও বলেছেন, মার্কিন সরকার ‘মনস্তাত্ত্বিক’ ও ‘রাজনৈতিক’ যুদ্ধ চালিয়ে ইরানি জনগণের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।
ওই সমঝোতার ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করার বিনিময়ে পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।
কিন্তু গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিয়ে ইরানের ওপর পরমাণু কর্মসূচিকেন্দ্রিক নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের ঘোষণা দেন।
এ সম্পর্কে আজ রুহানি আরও বলেন, আমেরিকা ভেবেছিল ইরানও সঙ্গে সঙ্গে এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে এবং এর পরিণতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে বলপ্রয়োগ করার সুযোগ উন্মুক্ত হবে।
কিন্তু ইরান বিচক্ষণতার সঙ্গে আমেরিকার সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

error: কপি হবে না!