ads

মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাতের বেলায় শহর ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৯ ১:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রাতের আঁধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে অসহায়-দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ৭ জানুয়ারি সোমবার রাতে শহরের বাগরাকসা নতুন বাস টার্মিনাল, খোয়ারপাড় মোড়, নবীনগর বাসস্ট্যান্ড, চাপাতলী, নিউমার্কেট, চকপাঠক, অষ্টমীতলা, জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, এনডিসি মঞ্জুর আহসান জিসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভুইয়া ও মোস্তাফিজুর রহমান শাওনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তার সাথে ছিলেন।
জানা যায়, হঠাৎ করেই সারাদেশের মতো শেরপুরেও জেঁকে বসেছে শীত। এই শীতের রাতে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে পৌর এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শহরের ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে জেলা প্রশাসক আনার কলি মাহবুব নিজে ঘুরে ঘুরে শতাধিক কম্বল বিতরণ করেন। তিনি গাড়ি থেকে নেমে যখন হতদরিদ্র রিকশা চালক, দিনমজুর, হোটেল শ্রমিক, ভবঘুরে, অপ্রকৃতিস্থ শীতার্ত ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করছিলেন, তখন তা দেখে অনেক পথচারীই হকচকিয়ে যান এবং এই মহতি উদ্যোগের প্রশংসা করেন।

error: কপি হবে না!