নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মুনসুর আহম্মেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আনিসুর রহমান, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। আলোচনা সভায় বক্তরা দিবসটির ইতিহাস ও তার তাৎপর্য নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।